রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে আলোচিত শাশুরী খুনের ঘটনায় বিজ্ঞ আদালতে আসামীর স্বীকারোক্তি

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে আলোচিত শাশুরী খুনের মামলায় অন্যতম আসামী সুমাইয়া আক্তার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি। এ বিষয়ে এ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জহির আলী এর সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান, শুক্রবার (২ ফেব্রুয়ারী) হবিগঞ্জ জেলা সদরে বিজ্ঞ জুডিশিয়াল আদালতে আসামী সুমাইয়া আক্তার এর কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহনের জন্য আবেদন করলে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিফাত উল্যাহ আসামীর জবানবন্দি গ্রহনের আবেদন মঞ্জুর কারে এ মামলার অন্যতম আসামী সুমাইয়া আক্তার এর কাঃ বিঃ ১৬৪ ধারায় আসামীর জবানবন্দি গ্রহন কালে ফুলজাহান (৬২) খুনের ঘটনায় জড়িত মর্মে স্বীকারোক্তি দিয়েছেন। এবং আসামীর জবানবন্দি গ্রহন শেষে বিজ্ঞ আদালত আসামীকে জেলা কারাগারে প্রেরনের নির্দেশ দেন। উল্লেখ্য এ ঘটনায় মৃত ফুলজাহান এর মেয়ে তাজমিনা আক্তার বাদী হয়ে গত বুধবার (৩১ জানুয়ারী) রাতে থানায় মামলা দায়ের এর পর শুক্রবার (১ ফেব্রুয়ারী) দুপুর ২টায় আসামীর স্বামী মহিবুল হাসান এর বসত ঘর থেকে আসামী সুমাইয়া আক্তার কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ফুলজাহান খুনের ঘটনায় আসামী সুমাইয়া আক্তার স্বীকারোক্তি জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেছে মর্মে নিশ্চিত করেছেন।

সম্পর্কিত