এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সাকাল ১০টায় উপজেলা কর্তৃক আয়োজিত নারী দিবসে বর্ণাঢ্য র্যালী ও পরবর্তী আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও অতিরিক্ত দায়ীত্ব প্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নিয়েছেন পজিব কর্মকর্তা আব্দুস শাহেদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, তৃতীয় লিঙ্গ সুরমা আক্তার ও শিশু কিশোর বৃন্দ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জাকারিয়া খান, গীতা পাঠ করেন বিরাজ চক্রবর্তী। পরিশেষে আন্তর্জাতিক নারী দিবসে শিশু ও কিশোরীদের পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।