মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সাকাল ১০টায় উপজেলা কর্তৃক আয়োজিত নারী দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও পরবর্তী আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও অতিরিক্ত দায়ীত্ব প্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নিয়েছেন পজিব কর্মকর্তা আব্দুস শাহেদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, তৃতীয় লিঙ্গ সুরমা আক্তার ও শিশু কিশোর বৃন্দ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জাকারিয়া খান, গীতা পাঠ করেন বিরাজ চক্রবর্তী। পরিশেষে আন্তর্জাতিক নারী দিবসে শিশু ও কিশোরীদের পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত