শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে অবৈধ মোটরসাইকেল এর বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের বিশেষ সাড়াশি অভিযান চলছে। গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত লাখাই উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের এই বিশেষ সাড়াশি অভিযান পরিচালনা করেন লাখাই থানার কয়েকজন পুলিশের উপ-পরিদর্শক(এস আই)। এ ব্যপারে লাখাই থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাখাইয়ে অবৈধ মোটরসাইকেল, লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন রোড পারমিটবিহীন যানবাহন এর উপর বিশেষ অভিযান হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এর নির্দেশে ও আমার দিকনির্দেশনায় আমার থানার কয়েকজন পুলিশের উপ-পরিদর্শক বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৭ টি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসে । ইতিপূর্বে কয়েকজন মোটরসাইকেল এর মালিক বৈধ কাগজ পত্র দেখানোর পর ছেড়ে দেয়া হয়েছে। এখনও ১৭ টি মোটরসাইকেল থানায় আটক আছে। মোটরসাইকেল আটকের বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমরা জিডি মূলে অবৈধ মোটরসাইকেল গুলি আটক করেছি তবে যদি কোন মালিক সঠিক কাগজ পত্র দেখাইতে পারে তা হলে আটককৃত গাড়ী গুলি ছেড়ে দেয়া হবে। আর যদি কোন মালিক বৈধ কাগজ পত্র দেখাইতে না পারে তা হলে ঐ সব গাড়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান আমি যতদিন এ থানায় আছি ততোদিন কোন প্রকার অবৈধ মোটরসাইকেল, টানাগাড়ী সহ সব যানবাহনের উপর পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত