শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের সাড়াশি অভিযান

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের বিশেষ সাড়াশি অভিযান চলছে। গত সোমবার থেকে গতকাল পর্যন্ত লাখাই উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের এই বিশেষ সাড়াশি অভিযান পরিচালনা করে লাখাই থানার কয়েকজন পুলিশের উপ-পরিদর্শক। এ ব্যপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাখাইয়ে অবৈধ মোটরসাইকেল, লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন রোড পারমিটবিহীন যানবাহন এর উপর বিশেষ অভিযান হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এর নির্দেশে ও আমার দিকনির্দেশনায় আমার থানার কয়েকজন পুলিশের উপ-পরিদর্শক বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে অনেক মোটরসাইকেল আটক করা হয়েছিল। তন্মধ্যে কয়েকজন মোটরসাইকেল এর মালিক বৈধ কাগজ পত্র দেখানোর পর ছেড়ে দেয়া হয়েছে। এখনও বেশ কয়েকটি মোটরসাইকেল থানায় আটক আছে। মোটরসাইকেল আটকের বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমরা জিডি মূলে অবৈধ মোটরসাইকেল আটক করেছি তবে যদি কোন মালিক সঠিক কাগজ পত্র দেখাইতে পারে তা হলে আটককৃত গাড়ী গুলি ছেড়ে দেয়া হবে। আর যদি কোন মালিক বৈধ কাগজ পত্র দেখাইতে না পারে তা হলে ঐ সব গাড়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান আমি যতদিন এ থানায় আছি ততোদিন কোন প্রকার অবৈধ মোটরসাইকেল, টানাগাড়ী সহ সব যানবাহনের উপর পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত