বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার এর বিদায় সংবর্ধনা

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ে রাড়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের বিএসসি দিলীপ কুমার রায় এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীবৃন্দ।

 

শনিবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতেশ কুমার চন্দ’র সভাপতিত্বে ও শিক্ষক এমদাদুল হক এর সঞ্চালনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর প্রতিনিধি সহকারী কমিশনার (ভুমি) মাসুদুর রহমান। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র নর্থ ইষ্ট বিশ্ব বিদ্যালয়ের প্রভাষক রতিন্দ্র চন্দ্র গোপ,সুনামগঞ্জ জেলা সদরের সহকারী কমিশনার (ভুমি) এমদাদুল হক শরীফ,শোভন কান্তি দে,প্রাক্তন ছাত্র ডাক্তার মঈনুল ইসলাম, এডভোকেট মাহফুজুল হক,আতাউর রহমান, শরীফুল ইসলাম, ইন্জিনিয়ারিং হারুন অর রশীদ, শিক্ষক মাহবুবুর রহমান। মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক সুব্রত আচার্য, রাসেল মিয়া। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মঈন উদ্দিন ও গীতা পাঠ করেন হৃদয় দেব। প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ বক্তব্যে বিদায়ী দিলীপ কুমার রায় এর ৩৭ বছর কর্মময় জীবনের উপর শিক্ষক ও ছাত্র ছাত্রীদের শিক্ষা জীবন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করে বক্তব্য রাখেন এবং বিদায়ী বিএসসি শিক্ষক দিলীপ কুমার এর দীর্ঘায়ু অবসর জীবন শান্তিময় জীবন যাপন করার জন্য আশাবাদ ব্যক্ত করেন অতিথি বৃন্দ।

সম্পর্কিত