রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

লাখাইয়ে অপার সম্ভাবনাময় বিনা চাষে রসুন আবাদ লাভবান এর হাতছানি

এম এ ওয়াহেদ লাখাইঃ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা একটি হাওড় বেষ্টিত উপজেলার নাম। উপজেলার লাখাই ও বুল্লা দুটি ইউনিয়ন বিশেষ করে হাওড় ভুক্ত এবং ফসলি জমি বছরের ৬-৭ মাস পানির নিচে থাকে ।
পানি দ্রুত নামার সাথে সাথে পলি মিশ্রিত কাদা মাটিতে বিনা চাষে রসুন চাষে অপার সম্ভাবনার স্বপ্ন দেখছে কৃষকরা।

সরজমিনে গিয়ে দেখা গেছে লাখাই ইউনিয়নের কামালপুর গ্রামে দেখা মিলে লিয়াকত মিয়া, ইউনুছ মিয়া ,সবিতা রানী দাস সহ কয়েকজন কৃষকের বিনা চাষে রসুন জমি । জমির আইল থেকেই পাওয়া যাচ্ছে রসুনের গন্ধ। জমি নিরানি দিচ্ছে কয়েকজন শ্রমিক তাও আবার মহিলা ।কৃষিকাজে নারীর অংশগ্রহন দেখে খুব ভালো লাগলো।
কথা বললাম মোঃ জরু মিয়ার সাথে তিনি এ প্রতিনিধি কে বললেন, এ এলাকায় এই নতুন আবাদ কৌশল উপ সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য কাছ থেকে নেয়া। তিনি কয়েকজন কৃষককে প্রদর্শনীও দিয়েছেন। বর্তমানে ফসলের অবস্থা ভালো। সবিতা দাস বলে আগাছা বেশি হয় তাছাড়া কম খরচে ভালো ফলন হবে আশা করছি।

উপ সহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এলাকার জন্য নতুন ফসল কৃষকদের উদ্ভোদ্ধ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে , প্রকৃতি অনুকূলে থাকলে ভালো ফলন আশা করা যায় । ফ্রিপ হতে প্রদর্শনী দিয়েছি বীজ সংগ্রহের জন্য অনেক সময় নষ্ট হয়েছে নয়তো আরো ভালো হতো ।

সম্পর্কিত