মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লাখাইয়ের খুনের মামলার আসামী তেলিয়াপাড়া থেকে গ্রেপ্তার

এম এ ওয়াহেদ লাখাইঃ লাখাইয়ের খুনের মামলার জিতেন্দ্র সরকার নামে এক আসামী তেলিয়াপাড়ায় গ্রেপ্তার। বুল্লা ইউনিয়নের গোপালপুর গ্রামে খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত চম্পক দাম এর সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে জানান বুধবার (১৩ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ও র‍্যাব ৯ হবিগঞ্জ এর সার্বিক সহায়তায় মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে বুল্লা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত রসময় সরকার এর ছেলে জিতেন্দ্র সরকার (৪০) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার (১৪ মার্চ) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত