শাহ মোঃ আঃ মোমেন, রৌমারী (কুড়িগ্রাম)ঃ আজ মহান স্বাধীনতা দিবস। বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস প্রতিরোধে,
জনসচেতনতার লক্ষ্যে জীবানুমুক্ত করতে রৌমারী স্টুডেন্টস ওয়েলফেয়ার
অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্প্রে,লিফলেট বিতরণ, সাবান বিতরণ কর্মসূচি পালন করা হয়।
রৌমারী উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা হাসপাতাল, হাসপাতাল সংলগ্ন ঔষধের দোকান, উপজেলার প্রশাসনিক ভবন,শাপলাচত্বর(ভোলা মোড়), থানামোড়, রৌমারী বাজারের বিভিন্ন গলি সহ আশেপাশে যতদুর সম্ভব রাস্তাঘাট, গণপরিবহন যা মানব সংস্পর্শে আসে এমনসব অবকাঠামো জীবানুনাশক স্প্রে ছিটানোর হয়েছে। ৬টি মসজিদে মুসল্লীদের এবং সাধারণ মানুষের হাত ধোঁয়ার জন্য সাবান দেওয়া হয়েছে।
রৌমারী স্টুডেন্টস ওয়েলফেয়ার
অ্যাসোসিয়েশনের সভাপতি
সাব্বিক অাল রাব্বি শিক্ত,
সাধারণ সম্পাদক রাগীব শাহরিয়ার হৃদম এর নেতৃত্বে রাকিব হাসান, মেহেদী হাসানরনি,রাজিবঅাহমেদ,বশির অাহমেদ বকুল,সাজিব অাল মামুন,ফারুকঅাহমেদ,রাজ,
জাহাঙ্গীর প্রমুখের অংশগ্রহণে সাবান, স্প্রে ও লিফলেট বিতরন কর্মসূচি পালন করা হয়।