সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রৌমারী সীমান্তে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক

নিজস্ব প্রতিনিধি:

সীমান্তে হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য বন্ধ, দুদেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ উভয় দেশের সুসম্পর্ক আরোও গভীর করতেই কুড়িগ্রামের রৌমারী ও মানকারচর সীমান্তে বডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে’র মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১২ টার দিকে বাংলা বাজার বিওপি’র অধীনে সীমান্তের আন্তর্জাতিক ১০৬৫ নং মেইন পিলারের সন্নিকটে বাংলাদেশ অভ্যন্তরে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল হাসানুর রহমান ও ভারতের পক্ষে নেতৃত্বে দেন ভারতের পানবাড়ি ৪৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অফিসার শ্রী চন্দ্রকান্ত উপ ধাওয়া।

সম্পর্কিত