বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

রৌমারী সীমান্তে বিএসএফ’র দু’দফা ককটেল বিস্ফোরণে দু‘চোরাকারবারী আহত

নিজস্ব প্রতিনিধি:রৌমারী চরেরগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র ছোঁড়া দু’দফা ককটেল বিস্ফোরণে বাংলাদেশি দুই চোরাকারবারী আহত হয়েছে। সাথীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায়। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের চরেরগ্রাম সীমান্তে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন উপজেলার চরেরগ্রামের মজিবুর রহমানের ছেলে কফিল উদ্দিন (৩০) এবং চর বোয়ালমারী গ্রামের বদর আলী (২৫) স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানাগেছে, রৌমারী উপজেলার চরেরগ্রাম সীমান্তে ১০/১২ জনের একদল চোরাকারবারি অবৈধভাবে আন্তর্জাতিক ১০৫৯ নং মেইন পিলারের নিকট দিয়ে কাটাতারের বেড়ার ওপর দিয়ে ভারতীয় গরু আনা নেওয়া করতে থাকে। এসময় ভারতের ঝালোরড়চর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ছোঁড়ে। এতে কফিল উদ্দিন ও বদর আলী নামের দুই গরু চোরাকারবারী আহত হয়। সাথীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাহিরে নিয়ে যায়। অপর দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নো-ম্যান্সলেন্ড অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বলেও জানা যায়।
এ ব্যাপারে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)’র সহকারি পরিচালক (এডি) সামছুল হক জানান, সীমান্তে ককটেল বিস্ফোরণের বিষয়টি আমার জানা নেই। তারপরও আমি খোঁজখবর নিচ্ছি।

সম্পর্কিত