মার্চ ২৫, ২০২৩ ১০:৫০ বিকাল



রৌমারী শহীদ স্মৃতিক্লাব ও পাঠাগারের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

এস,এম,এ মোমেন,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ অাব্দুল্লাহ্ কে সংবর্ধণা দিয়েছে রৌমারীর শহীদ স্মৃতিক্লাব ও পাঠাগার। শনিবার রাত ৮টার দিকে শহীদ স্মৃতিক্লাব চত্ত্বরে এ সংবর্ধণার আয়োজন করা হয়। এ সময় রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহকে সংবর্ধণা দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান শেখ অাব্দুল্লাহ্ তার বক্তব্যে বলেন, শহীদ স্মৃতিক্লাব ও পাঠাগার একটি ঐতিহ্যবাহি সংগঠন। ১৯৬৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। যার পুর্ব নাম ছিল রৌমারী টাউন ক্লাব। ১৯৬৮ সালে ১৪ জন সাহসী তরুণের উদ্যোগে কুড়িগ্রাম জেলার প্রথম শহীদ মিনারও এই শহীদ স্মৃতিক্লাবের সামনে স্থাপন করা হয়। আমি বিশ্বাস করি তারুণ্যের অহঙ্কার এই ক্লাবেই পারবে আজকের যুব সমাজকে মাদকের হাত থেকে মুক্তি দিতে। তারুণ্যদীপ্ত নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরে পেতে পারি। এখানে আবারও সামাজিক কল্যাণমুলক কাজে তরুণদের নিয়োজিত থাকার আহ্বান জানান তিনি। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, কবি মু আ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, গণকমিটির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গণকমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস,এম,এ মোমেন, রৌমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাইউম, যাদুরচর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম শাহীন, ওসি (তদন্ত) মোন্তাছির বিল্লাহ্, রেজাউল করিম সেলিম (ঠিকাদার)।উপস্হিত ছিলেন- প্রিয়জন সাংস্কৃতিক সংগঠনের পরিচালক মোস্তাফিজুর রহমান রঞ্জু, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাইউম অাজাদ বাবুল,সাংবাদিক শফিকুল ইসলাম,সাঈদ কাকন,মাসুদ পারভেজ রুবেল,দর্পন নাট্য দলের পরিচালক জুয়েল চৌধুরীসহ অনেকে। পরে প্রিয়জন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ স্মৃতিক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বাবুল। #



Comments are closed.

      আরও নিউজ