মার্চ ৩১, ২০২৩ ১২:১৩ বিকাল



রৌমারী মুুক্তাঞ্চল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

এস,এম,এ মোমেন,রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মুক্তাঞ্চল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি। উক্ত ফুটবল টুর্নামেন্টেরর অায়োজক রৌমারী সকার ক্লাব একাডেমি।

রৌমারী মুক্তাঞ্চল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রৌমারী সকার ক্লাব ১ঃ০ গোলে চিলমারী উপজেলা ক্রীড়া সংস্থা কে পরাজিত করে সেমিফাইনালে উঠার গৌরব অর্জন করে। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে অারও উপস্হিত ছিলেন- রস্ক এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব)মো:দেলোয়ার হোসেন,
রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ অাব্দুল্লাহ্, উপজেলা নির্বাহী অফিসার অাল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার( রৌমারী সার্কেল) মাহফুজুর রহমান,ওসি দিলওয়ার হাসান ইনাম,টুর্নামেন্ট অায়োজক কমিটির সভাপতি অাবু হোরায়রা, সাধারন সম্পাদক হারুন অর রশিদ,সকার ক্লাব একাডেমির পরিচালক জাহাঙ্গীর অালম (রোজাইন)।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন,উত্তম স্বাস্হ্যের জন্য খেলাধু্লার বিকল্প নাই,খেলাধু্লার মাধ্যমে রৌমারী মুুক্তাঞ্চলের নাম বিশ্বময় ছড়িয়ে পড়ুক।
সুন্দর একটি টুর্নামেন্টে ধারাভাষ্য কার ছিলেন-শামসুদ্দিন অাহমেদ সুমন,মোজাম্মেল সরকার।



Comments are closed.

      আরও নিউজ