মার্চ ২৪, ২০২৩ ৭:৫০ বিকাল



রৌমারী পদ্মারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

 

এস,এম,এ মোমেন,রৌমারী (কুড়িগ্রাম): উৎসবমুখর পরিবেশে নতুন বছরের শুরুতেই সারাদেশের ন্যায় রৌমারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান শেখ অাব্দুল্লাহ্ । নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা যায়। রৌমারী উপজেলার পদ্মারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে
অারও উপস্হিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা অাক্তার স্মৃতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম নকিবুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: নজরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক
একে,এম ফজলুল হক, সহকারী
শিক্ষক জায়দা খাতুন,সেলিনা খাতুন,শাহানাজ পারভীন,ম্যানেজিং কমিটির সদস্য জোসনা বেগম,রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা,গণকমিটির সাধারন সম্পাদক মোমেন, নাহিদ হাসানসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রী,শিক্ষক,অভিভাবকগণ উপস্থিত ছিলেন।ম্যানেজিং কমিটির সভাপতি মো:অামজাদ হোসেন সভাপতিত্ব করেন।
উপজেলা চেয়ারম্যান কার বক্তব্যে বলেন,বর্তমান সরকারের অামলে বছরের প্রথমদিনে বই বিতরন উৎসব করা হয়। সরকার বিনামুল্যে বই দেয়,শিক্ষকদের উচিত দায়িত্ব নিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, ছাত্রছাত্রীরা যেন ভাল ফলাফল অর্জন করে পারে,মানবিক গুনাবলী লাভ করে সে দিবে নজর দেওয়ার অাহবান জানান।



Comments are closed.

      আরও নিউজ