ষ্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের রৌমারী থেকে অবৈধভাবে ঢাকায় পাচারকালে শেরপুরে একটি ট্রাকে বিনামূল্যে বিতরণের সরকারি প্রায় ৯ হাজার বই আটক করেছে সদর থানা পুলিশ।
২২ জানুয়ারি বুধবার রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই বইগুলোসহ ট্রাকটি আটক করা হয়।
এসময় মাইদুল ইসলাম (৩২) একজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম।
পুলিশ জানায়, ২০২৫ সালের সরকারি মাধ্যমিক স্তরের বই গোপনে পাচার করা হচ্ছে- রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এসএসআইয়ের এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ।
এসময় ট্রাকভর্তি মাধ্যমিকের অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিভাগের সরকারি বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করা হয়। পরে ট্রাক ও বইসহ মাইদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ট্রাকের চালক চরশেরপুর ইউনিয়নের নাজিরাগারা এলাকার আব্দুস সামাদের ছেলে সজল মিয়া (২২) বলেন, কুড়িগ্রামের রৌমারী বাজারস্থ সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে বইগুলো ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। তবে তারা বইয়ের কোন চালান দিতে পারেনি। পরে ট্রাকটি নিয়ে শেরপুরের ধাতিয়াপাড়ায় রাখলে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়।
রৌমারী সরকারি সিজি জামান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন এবং রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃকামরুল হাসানের সঙ্গে কথা বলে জানতে পারা যায়,রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের পুরাতন একটি দোতলা ভবনের নিচতলা বই সংরক্ষণের গোডাউন হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ব্যবহার করে আসছিল ৬/৭ বছর থেকে। সেখান থেকেই বইগুলো ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। একটু আগে তার সঙ্গে যখন কথা হয়, তখন তিনি এই তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন রৌমারী উপজেলা মাধ্যমিক অফিসের নৈশ প্রহরি জামালকে জিজ্ঞাসা করার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে । কিভাবে এই ঘটনাটি ঘটলো তা এখন পর্যন্ত তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দেয়া সম্ভব নয় বলে তিনি জানান।
এছাড়া কয়েকজন শিক্ষকের সাথে কথা বলে জানা যায় বেশ কিছুদিন আগে রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদরুল আলম বদলি জনিত কারণে রৌমারী থেকে চলে যান এবং আরেকজন কর্মকর্তা যিনি একাডেমিক সুপারভাইজার মোঃ মুক্তার হোসেন,গত দুইদিন আগে রোড এক্সিডেন্ট করে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় আছেন।