এস,এম,এ মোমেন, রৌমারী (কুড়িগ্রাম) ঃ আজ ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটির তাৎপর্য নিয়ে রৌমারী উপজেলা প্রশাসনের অায়োজনে বিকালে উপজেলা পরিষদের মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অাল ইমরান,প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শেখ অাব্দুল্লাহ,অারও বক্তব্য রাখেন –
অতিরিক্ত পুলিশ সুপার (রৌমারী সার্কেল) কে,এম মাহফুজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ও গণকমিটির সভাপতি কে এম শামসুল অালম,দাঁতভাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী শামসুল হক, রৌমারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এমঅার ফেরদৌস, রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা, রৌমারী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক
অাকতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন।
উল্লেখ্য যে, ৭ মার্চের ভাষণের মাধ্যমেই বঙ্গবন্ধু জাতিকে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
মুক্তিকামী লাখো জনতার সামনে ১৮ মিনিটের ভাষণে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন। তারই ধারাবাহিকতায়
১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আামাদের স্বাধীনতা অর্জন।
এসএম