মার্চ ৩১, ২০২৩ ১:১৬ বিকাল



রৌমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী কমিটি গঠন

 

শাহ মোঃআঃ মোমেন, রৌমারী (কুড়িগ্রাম)ঃ মাদকের বিস্তার রোধে এবং মাদক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হয়েছে। রৌমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কমিটি গঠন করা হয়।

রৌমারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি কে আহবায়ক ও রৌমারী মহিল ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুস ছামাদ খাঁনকে সদস্য সচিব করে দশ সদস্যের কমিটির অনুমোদন করেছেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান।

মাদকবিরোধী স্বেচ্ছাসেবী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শামিমা শিউলি, ইদ্রিস আলী, শাহ মোঃ আব্দুল মোমেন ,আবু সাইদ কাকন,আনোয়ার হোসেন, লুৎফর রহমান, সুমাইয়া ইসলাম অর্থী, আসাদুল ইসলাম।

রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান জানান, মাদকের বিস্তার রোধ এবং সেবনের ফলে শরীরে যে মারাত্মক রোগ হয় সেই বিষয়গুলো নিয়ে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করবে এই সংগঠন। সমাজসেবক, শিক্ষক, ব্যাবসায়ী ও শিক্ষার্থীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।উপজেলা প্রশাসন থেকে তাদের মাদকবিরোধী সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সহযোগিতা করা হবে।



Comments are closed.

      আরও নিউজ