মার্চ ৩১, ২০২৩ ১:২৩ বিকাল



রৌমারীর কৃতিসন্তান প্রকৌশলী মতিয়ার রহমান ইন্তেকাল করেছেন

এস,এম,এ মোমেন,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার কৃতিসন্তান, ঢাকাস্হ কুড়িগ্রাম সমিতির সাবেক সভাপতি (১৯৯৯ – ২০০২ খ্রিঃ) ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদফতর, (PWD)ঢাকা,ঢাকাস্হ ভিকারুন্নেছা স্কুল এন্ড কলেজের গভার্নিং বডি’র সাবেক মেম্বার,

শৌলমারী এম,আর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রকৌশলী মতিয়ার রহমান রাত আনুমানিক রাত ৩,৩০ মিনিটে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্হায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন!(ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজিউন)।

আজ ৬/১১/১৯ বুধবার রাত ৯:০০ ঘটিকায় মরহুম মতিয়ার রহমানের নামাজে জানাজা শেষে শৌলমারী ইউনিয়নের পুরারচর গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হবে। তিনি স্ত্রী,৩ ছেলে,২ কন্যাসহ অসংখ্য অাত্নীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাঅনুধ্যায়ী রেখে মৃত্যুবরণ করেন। প্রকৌশলী মরহুম মতিয়ার রহমান পুরারচর গ্রামের মৃত্যু অাব্দুল মান্নানের জৈষ্ট্যপুত্র। প্রকৌশলী মতিয়ার রহমানের মৃত্যুতে রৌমারী উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোক প্রকাশ করেছে।



Comments are closed.

      আরও নিউজ