এস,এম,এ মোমেন, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে সেলিনা আহমেদ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। (২৮ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মন্ডল পাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি এ ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করেন।
পরে আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্য দেন, সেলিনা আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শানজিদা আহমেদ, মাসিক উত্তর চিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক রাজু আহমেদ, উপজেলা যুবলীগ সভাপতি হারুনুর রশিদ, রৌমারী প্রেক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান শানজিদা আহমেদ তার বক্তব্যে বলেন, আমার মূল লক্ষ্য আমার মৃত মায়ের নামে (সেলিনা আহমেদ ফাউন্ডেশন) বাংলাদেশের প্রত্যেকটি এলাকার হত দরিদ্র মানুষের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আর সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি।
আলোচনা সভা শেষে, ফাউন্ডেনের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ধর্মীয় শিক্ষা উপকরণসহ কোরআন শরিফ, জায়নামাজ, হিজাব, তসবিহ, পানি পানের মগ ও তৈরি খাবার বিতরণ করেন।
এসএম