রৌমারী প্রতিনিধি : জনশুমারী ও গৃহগণনা-২০২১ এর রৌমারী উপজেলার তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা
অদ্য মঙ্গলবার রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে
বিকালে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রৌমারী উপজেলায় জনশুমারী ২০২০ গণনাকারী ও সুপারভাইজার পদে নিয়োগের জন্য অাবেদন করে ১৬৩৩ জন।এর মধ্যে গণনাকারী ১৩৮২জন,পরীক্ষায় অংশ নেয়-১২০০জন,সুপারভাইজার ২৫১জন।এর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহন করে২৩৫জন, পরীক্ষায় মোট অংশগ্রহনকারী ৮৭%জন।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার ও নিয়োগ কমিটির সভাপতি মো:অাল ইমরান জানান, সঠিক উপায়ে নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম চলছে। প্রাপ্ত নাম্বার বিবেচনায় নিয়ে মৌখিক পরীক্ষার রেজাল্টের ওপর ভিত্তি করে যোগ্যদের নিয়োগ দেয়া হবে।