মার্চ ২৪, ২০২৩ ১২:৩৪ সকাল



রৌমারীতে সলিডারিটির সুবিধাভোগীদের মধ্যে অর্থ সহায়তা প্রদান

এস,এম,এ মোমেন,রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় দাতা সংস্থা ব্রেড ফর দা ওয়ার্ল্ডের সহায়তায়

রৌমারী উপজেলার রৌমারী সদর,শৌলমারী, দাঁতভাঙ্গা, বন্দবেড় মোট ৪ টি ইউনিয়নের ১৫০জন নারীকে কৃষি-অকৃষি আয়বৃদ্ধিমুলক কর্মকান্ড করার জন্য জনপ্রতি নগদ ৫ হাজার করে মোট ৭ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক চেকের মাধ্যমে প্রদান করা হয়।
৩০/৯/১৯ তারিখ সকালে রৌমারী উপজেলা পরিষদের হলরুমে এ অর্থ প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ অাব্দুল্লাহ্।সভাপতিত্ব করেন-সলিডারিটির পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা এস,এম হারুন অর রশিদ লাল,সলিডারিটির প্রকল্প সমন্বয়কারী বদরুন্নেছা বিথী,সলিডারিটির নির্বাহী কমিটির অর্থ সম্পাদক ফজলুল হক,সলিডারিটির টেকনিক্যাল অফিসার অাহসানুরুল হক,
উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা অাক্তার স্মৃতি,হাসিনা খাতুন (ইউসি),
রোজিনাপারভীন( ইউসি),একাউন্স অফিসার লাভলী রাণী সাহা,ইউসি অা:মান্নান হিরো,বন্দবেড় ইউনিয়ন নেত্রী পারভীন অাক্তারসহ প্রমুখ।



Comments are closed.

      আরও নিউজ