রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ রৌমারী উপজেলার ৩নং বন্দবেড় ইউনিয়নের টাপুর চর ষ্টিল ব্রীজ (টানা ব্রীজ)থেকে নামার সময় রোড এক্সিডেন্ট করে অটো গাড়ী ও ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়ে খাদে পড়ে গিয়ে গাড়ির যাত্রী মোঃ জহুরুল ইসলাম( ৩৮) পিতা মোঃ আবুল কাশেম গ্রাম-পুড়ার চর মৃত্যু বরণ করেন এবং গাড়ির ড্রাইভার আহত ফরমান আলীকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্মরত চিকিৎসক প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে অন্যত্র রেফাড করেন।গুরুতর আহত ফরমান আলী বর্তমানে
ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনাটি অদ্য বিকাল ৫ঘটিকার দিকে ঘটে।