সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রৌমারীতে শুভসংঘের পানি ও স্যালাইন বিতরণ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

চলমান তীব্র গরমে সাধারণ মানুষ তথা শ্রমজীবী মানুষ, রিক্সা ও ভ্যান চালকরা চরম ভোগান্তিতে পোহাচ্ছে সেটি লাঘবে বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কায্যক্রম চলমান রয়েছে।

এরই অংশ হিসেবে কুড়িগ্রামের রৌমারী উপজেলা বসুন্ধরা শুভসংঘ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ১৬ মে বেলা ১১ টার দিকে রৌমারী টু ঢাকা মহাসড়কে উপজেলা পরিষদ চত্বরের গেইট এর সামনে রিক্সা ও ভ্যান চাকলদের মাঝে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এসময় উপজেলা শুভসংঘ সভাপতি মাসুদ পারভেজ রুবেল এর সভাপতিত্বে কালের কণ্ঠ রাজিবপুর রৌমারী উপজেলা প্রতিনিধি সোহেল রানা স্বপ্নর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম পলাশ ও আব্দুর রসিদ রাফি।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রচন্ড গরমের মধ্যে অনেক পরিশ্রম করে গাড়ি চালিয়ে আমাদের সেবা দিয়ে থাকেন কখনো সামান্য আরামের কথা চিন্তা করে না। তাই শুভসংঘর এই মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। এসয়ম উপস্থিত ছিলেন, উপজেলা বসুন্ধরা শুভসংঘের সদস্য, আকতার হোসেন, আয়নাল হক, আব্দুল খালেক, মিশুক মিয়া, রিদয় আহমেদসহ আরও অনেকে।

রৌমারী উপজেলা বসুন্ধরা শুভসংঘ কমিটির সভাপতি মাসুদ পারভেজ রুবেল বলেন, ‘তীব্র গরমে শ্রমজীবী মানুষের হাসফাঁস অবস্থা। তাই আমাদের সংগঠনের পক্ষে থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণে উদ্যোগ নেওয়া হয়েছে। এই কায্যক্রম চলমান থাকবে।

সম্পর্কিত