এস,এম,এ মোমেন,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় দুই শতাধিক হত-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রৌমারী লাইফ লাইন সমাজ কল্যাণ সংস্হ।সহযোগীতায় ইউরোপ প্রবাসী এসএসসি-২০০১ব্যাচ।১০ জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় রৌমারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে
শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাইফ লাইন সমাজ কল্যাণ সংস্হার সভাপতি অাকতার অাহসান বাবু,সহসভাপতি এস,এম,এ মোমেন,রাজু অাহম্মেদ,সাধারন সম্পাদক মোকলেছুর রহমান,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রানা,কোষাধ্যক্ষ তাহেরুল ইসলাম,প্রচার সম্পাদক স্বপন শীল,
কার্যকরী পরিষদের অাবুল কালাম,মোকছেদুল মমিন,এমএ হক,জাহাঙ্গীর,রাকিবুল অনিক,রাশেদ,মাছুম,মোস্তফা, নাট্যঅভিনেতা জুয়েল চৌধুরী, সাংবাদিক সাইদ কাকনপ্রমুখ।প্রায় ১০টি গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে এসব কম্বল বিতরন করা হয়।তীব্র শীতে একটি করে কম্বল পেয়ে বেজায় খুশি এসব হতদরিদ্র মানুষজন। লাইফ লাইন সমাজ কল্যাণ সংস্হার পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে সহযোগীতার হাত বাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে অাসার অাহবান জানানো হয়।