এস,এম,এ মোমেন,রৌমারী (কুড়িগ্রাম) ঃ অদ্য বিকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ হলরুমে প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মোঃ জাকির হোসেন এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শেখ আবদুল্লাহ চেয়ারম্যান উপজেলা পরিষদ রৌমারী। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নেদলর লক্ষ্যে ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে তিনি অনেক অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি উন্মুক্ত আলোচনা ও বক্তব্য প্রদানের মাধ্যমে শিক্ষকদের দায়িত্ব কর্তব্য ও চাওয়া-পাওয়া সম্পর্কে মতামত গ্রহণ করেন। দেশ ও জাতির স্বার্থে আগামী দিনের কর্ণধর আজকের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলবার জন্য শিক্ষকদের আন্তরিকতার সাথে কাজ করার জন্য জোর অনুরোধ জানান। বিদ্যালয়ের সময়সূচি কমানো,সহকারি ও প্রধান শিক্ষকদের পদোন্নতি প্রদান, প্রধান শিক্ষকদের ১০গ্রেড, সহকারী শিক্ষকদের ১১গ্রেড প্রদান, টাইম স্কেল জটিলতা নিরসন করণসহ কর্মকর্তাদের নানামুখী সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা করেন। সর্বশেষ তিনি শিক্ষকদের হতাশ না হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানান। শিক্ষকদের কল্যাণে যা যা করা দরকার তিনি করবেন।
এসএম