শাহ মোঃঅাঃ মোমেন, রৌমারী (কুড়িগ্রাম)ঃ বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতা সৃষ্টি করতে, ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে কুড়িগ্রামের রৌমারীতে লাইফ লাইন সমাজ কল্যাণ সংস্হার পক্ষ রৌমারী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং রৌমারী স্থলবন্দর রোড সংলগ্ন গুচ্ছ গ্রামে হতদরিদ্র পাঁচ শতাধিক পরিবারের মাঝে লাইফ বয় সাবান,হুইল সাবান,মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লাইফ লাইন সমাজ কল্যাণ সংস্হার সভাপতি অাক্তার অাহসান বাবু,সহসভাপতি ডাঃশাহ মোঃঅাঃ মোমেন,সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান,যুগ্ন সম্পাদক অাতিকুর রহমান সুমন,
মোকছেদুল মমিন,মেহেদী হাসান বাবু,স্বপন শাীল,রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রানা,রবিউল ইসলাম, অাবুল কালাম,
ডাঃসাইফুল,নওশাদ,তাহরুল,মাইদুল,বাবুল অাক্তার,হাবিল উদ্দিন, ,এরশাদুল হক,এমদাদুল হক,জগানন্দ দাস,মোস্তফা কামালসহ প্রমুখ।
হতদরিদ্র মানুষের হাতে সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক ও শারীরিক দুরুত্ব বজায় রেখে বাড়ী বাড়ী হাতে হাতে সাবান ও মাস্ক পৌঁছে দেওয়া হয়। ঘন ঘন
কমপক্ষে দুইঘন্টা পর পর নুন্যতম ২০সেকেন্ড ধরে হাত ধোয়ার জন্য জনসচেতনতা সৃষ্টি করতে এ উদ্যোগ নেওয়া হয়।