এস,এম,এ মোমেন,রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় সারা দেশের ন্যায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১১ জানুয়ারী (শনিবার) বেলা ১১টা থেকে দিনব্যাপী নানা অায়োজনে দিবসটি পালিত হয়।
বেলা ১১টায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি ও আলোচনা সভায় উপজেলা শাখার আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠরেন নেতাকর্মীদের উপস্থিতি ছিল খুবই কম। অন্যদের মধ্যে র্যালিতে অংশ গ্রহন করেন এবং উপজেলা চত্বরের মুক্তমঞ্চে অালোচনা সভায় বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি ও ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, রৌমারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা যুবলীগের সভাপতি হারুনর রশিদ হারুন, উপজেলা আওয়ামীরীগের যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম,রৌমারী সরকারি কলেজে ছাত্রলীগের সাবেক সভাপতি মাইদুল ইসলাম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার,সাবেক ডিপুটি কমান্ডার শাহার আলী ওবীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মাহফুজুর রহমান, রৌমারী থানার (ওসি) অাবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম, রৌমারী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আঞ্জুমান আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আকতার শিউলী,শিক্ষার্থীদের মধ্যে রৌমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উপহার ও শরৎ ।রৌমারী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়,রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়,রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা র্যালি,চিত্রাংকন প্রতিযোগীতায়
অংশ গ্রহন করে।সন্ধ্যায় মুক্তমঞ্চে স্হানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।