এস,এম,এ মোমেন,রৌমারী, (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার
রৌমারী উপজেলা পরিষদ হলরুমে ২৭ নভেম্বর সকাল ১০ টায় ১৬ ডিসেম্বর/১৯ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে
প্রস্তুতিমূলক অালোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ্, সঞ্চালনা করেন-
উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান। সভায়
বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় আওয়ামীলীগের নেতা ও রৌমারীর বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ
বিভিন্ন মাদ্রাসা,স্কুল কলেজের প্রধান শিক্ষকগণ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।সভায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন
কমিটি- উপকমিটি গঠন করা হয়।