এস,এম,এ মোমেন,রৌমারী (কুড়িগ্রাম):
বিকশিত যার অন্তর, সবকিছু তার সুন্দর’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে কৃর্তি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ, পুরুস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার দুপুরে দিকে রৌমারী মর্নিংসান কিন্ডার গার্ডেন স্কুলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মর্নিংসান কিন্ডার গার্ডেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ। প্রধান অতিথির বক্ত্যেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সকল শিক্ষার্থীদের বলেন, ‘সোনার বাংলার কারিগর তোমরাই কাজে তোমরাই পার জাতিকে উন্নত করতে। কথায় আছে, শিক্ষা নিয়ে গরব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। তিনি স্কুলের বিভিন্ন বিষয়ে সমস্যা সমাধানের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মর্নিংসান কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক সোহরাব হোসেন তার বক্ত্যেবে বলেন, সাফল্যের ১৮ বছর ধরে প্রতিষ্ঠানটি সুনামের সাথে পাঠদান করে আসছে। আমি গর্ব করে বলতে পারি যে, আমার প্রতিষ্ঠানে ইতিমধ্যে শিক্ষার্থীরা ভালো ফলাফল ও সাফল্যের মধ্যে দিয়ে বিদ্যালয় থেকে উর্ত্তীণ হচ্ছে। এই প্রতিষ্টানে প্রায় ৪’শ শিক্ষার্থী রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, মর্নিংসান কিন্ডার গার্ডেন স্কুলের উপদেষ্টা রেজাউল করিম সেলিম, রৌমারী সরকারি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল কাইয়ুম, রৌমারী মহিলা কলেজের সহকারি অধ্যাপক হাবিবুর রহমান, আলহাজ্ব বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, অভিভাবক সদস্য আফজাল হোসেন বিপ্লব, সাবেক ইউপি সদস্য কনিকা হান্নান, কৃতি শিক্ষার্থী ফজলে রাব্বি রাফি ও আরমান হোসেন, স্থানীয় সাংবাদিক ও স্কুলের শিক্ষক, অভিভাবক শিক্ষার্থীরাসহ আরো অনেকই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সিরাজুল ইসলাম।