মার্চ ২৪, ২০২৩ ১২:৪৬ সকাল



রৌমারীতে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

এস,এম,এ মোমেন,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। ১৫ জানুয়ারী বুধবার দুপুরে এ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আল ইমরান, ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, রৌমারী থানার ওসি আবু মো: দিলওয়ার হাসান ইনাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এসকে আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান মৌলভী সামছুল হক, শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল, বন্দবেড় ইউপি চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে ধর্ম মন্ত্রনালয়ের অর্থায়নে গণপুর্ত বিভাগের বাস্তবায়নে মসজিদটি নির্মানে ব্যায় হবে প্রায় ১৩ কোটি ৬০ লক্ষ টাকা।

উল্লেখ্য যে, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প প্রস্তাবিত স্থান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রৌমারী কোর্ট মসজিস সহ সারাদেশে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হবে।
এসএম



Comments are closed.

      আরও নিউজ