জুন ৯, ২০২৩ ১১:৫২ বিকাল



রৌমারীতে বুয়েটের ছাত্র আবরার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মাসুদ রানা রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র উদ্যোগে বুয়েটের
মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে, ভারতের সঙ্গে সকল অসম চুক্তি বাতিল ও
হত্যাকারীদের ফঁাসির দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। ১৪ অক্টোবর (সোমবার) দপুর
১২ টায় রৌমারীর প্রাণকেন্দ্র শাপলা চত্বরে (ভোলামোড়) এ মানববন্ধন পালন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাসদ রৌমারী উপজেলা শাখার সদস্য সচিব কমরেড শেখ
আ: খালেক, কমরেড হাবিব, কমরেড শফি, কমরেড রকিব, কমরেড সবুজ, কমরেড শাকিল
প্রমূখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।



Comments are closed.

      আরও নিউজ