শাহ মোঃ আঃ মোমেন,রৌমারী (কুড়িগ্রাম)
প্রতিনিধি:
“হ্যা!আমরা যক্ষ্মা নির্মুল করতে পারি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই র্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মসূচিতে যক্ষ্মা রোগের ব্যাপারে সচেতনতা তৈরিতে বক্তব্য রাখেন ডা: মোঃ আসাদুজ্জামান,উপজেলা স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা,মোঃ কামাল উদ্দিন গাজী , সুপার ভাইজার-টিবি,খাদিজা আক্তার টিএলসিএ,আব্দুল্লাহ আল মাসুদ,
(আরডিআরএস)টিএলসিএ মোঃ ফয়জার রহমান, আ:ছাত্তার উচ্চমান সহকারী, আ:আউয়াল এইচ আই,পরিসংখ্যান
বিদ জিন্নাত ফাতেমাপ্রমুখ।
আলোচনা সভায় ডা: মোঃ আসাদুজ্জামান বলেন,করোনায় প্রায় ২৯হাজার মানুষের মৃত্যু হয়েছে,তারচেয়েও ভয়াবহ হলো যক্ষা নির্মুল করা,আমরা সবাই যখনই যক্ষ্মা সন্দেহপ্রবণ
কাউকে দেখতে পাবো দ্রুতই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবো,সবার সম্মিলিত চেষ্টায় যক্ষ্মা নির্মূল করা সম্ভব।
মোঃ কামাল উদ্দিন গাজী,সুপারভাইজার (আরডিআরএস)বলেন,যক্ষ্মা রোগ নির্মূলে
সরকারি-বেসরকারী সবার প্রচেষ্টা জোরদার
করতে হবে।
মোঃ ফয়জার রহমান (টিএলসিএ)বলেন, রৌমারী রাজিবপুর উপজেলাবাসীর সুভাগ্য যে,জিঙ্ক এক্সপার্ট অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত মিশিন গত বৎসর রৌমারী হাসপাতালে স্থাপন করা হয়েছে যার মাধ্যমে অতিদ্রুত ও নিখুঁত ভাবে যক্ষারোগ নির্ণয় করা সহজতর হয়েছে। এ পর্যন্ত ১৮৩০জন সন্দেহপ্রবণ রোগীকে পরীক্ষা করে ১৪৫ জনকে সনাক্ত করা সম্ভব হয়েছে। এছাড়াও এমটি পরীক্ষা করা হয়,এক্সরেও ফ্রিতে করা হয়।আলোচনা সভাটি সঞ্চালনা করেন টিএলসিএ মোঃ ফয়জার রহমান।হাসপাতালের চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।