মার্চ ৩১, ২০২৩ ১২:৪৪ বিকাল



রৌমারীতে বিজয় দিবসে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ

এস,এম,এ মোমেন রৌমারী কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে মহান বিজয় দিবসে রৌমারী উপজেলায় এই প্রথম বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে ২৮,কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও মাননীয় প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় মো: জাকির হোসেন প্রধান অতিথি ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ অাব্দুল্লাহ্ , রৌমারী উপজেলা নির্বাহী অফিসার অাল ইমরান, রৌমারী থানার অফিসার ইনচার্জ অাবু মোহাম্মদ দিলওয়ার হোসেন,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অাব্দুল কাদের, উপজেলা আ’লীগ এর সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু। উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন,মাহমুদা আক্তার স্মৃতি,শহীদুল ইসলাম শালু, উপজেলা নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম,শহীদুল হক,এস,এম সোহরাফ হোসেন ডাটা এন্টি অপারেটর,মামুনের রশিদ।

প্রথম পর্যায়ে ৯৪টি স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্র বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন মাননীয় প্রতিমন্ত্রী মো:জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়। স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়ে মুক্তিযোদ্ধাগণ ভীষন খুশি।



Comments are closed.

      আরও নিউজ