বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয়ে ক্যাম্পেইন ও দেয়ালিকা

মাসুদ পারভেজ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন এর মাধ্যমে মেয়ে শিশুরা স্কুলে যাবে সুন্দর আগামীর স্বপ্ন গড়বে এই বিষয়কে ঘিরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ছাদেক হোসেন মেমোরিয়াল হাই স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয়ে ক্যাম্পেইন ও দেয়ালিকা অনুষ্ঠিত হয়। রবিবার (১৬ মার্চ) বেলা ১২ টার দিকে চাইল্ড নট ব্রাইট প্রকল্পের রৌমারী যুবসমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে বাল্যবিবাহের হার কমিয়ে আনার লক্ষে এই ক্যাম্পেইন ও বাল্যবিবাহ বিষয়ের উপর দেয়ালিকা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

নরওয়েজিয়ান ব্রজকাষ্টিং সেন্টার এন আর কে টেলিথন এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় চাইল্ড নট ব্রাইট সিএনবি প্রকল্প আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে ছাদেক হোসেন মেমোরিয়াল হাই স্কুল শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয়ে ক্যাম্পেইন ও দেয়ালিকা হয়। পরে দেয়ালিকায় প্রতিযোগীতায় অংশ গ্রহণ কারী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছাদেক হোসেন মেমোরিয়াল হাই স্কুল এর পরিচালক মোবাশেরুল হক, সহকারি শিক্ষক আমজাদ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর সিএনবি প্রকল্প আরডিআরএস রৌমারী এর শাহিনুর ইসলাম, রৌমারী যুবসমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মুকুল আহমেদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ।

সম্পর্কিত