কুড়িগ্রাম প্রতিনিধি:
রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের কাজাইকাটা গ্রাম এলাকায় পুলিশ ক্রেতা সেজে চিহ্নিত
ইয়াবা ব্যবসায়ী শাহআলম (৪০)সহ ৭ জন আন্ত:জেলা মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে রৌমারী
থানার পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৮শ’ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনাটি মঙ্গলবার সন্ধার
দিকে। বুধবার তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।
ঈুলিশ জানান, এ চক্রটি দীর্ঘদিন ধওে মাদক ব্যবসা করে আসছে । তারা বিভিন্ন এলাকা থেকে ইয়াবা
কিনতে এসে গ্রেপ্তার হয়, টাঙ্গাইল জেলার ধণবাড়ী উপজেলার ইসলামপুর গ্রামের কাশেম শেখের ছেলে
আব্দুল মান্নান (৩৫), একই উপজেলার পাইসকা গ্রামের গৌরাঙ্গ সূত্রধরের ছেলে সুজন সূত্রধর (৩২),
ইসলামপুর গ্রামের শাহাজামালের ছেলে শরিফ (৩০), কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা
ইউনিয়নের দক্ষিণ নামাজেরচর গ্রামের আকবর আলীর ছেলে রবি চাঁন মিয়া (২৯), একই এলাকার নাসিম
উদ্দিনের ছেলে শান্ত মিয়া (২৬), নুর হোসেনের ছেলে মিজানুর রহমান (২৩) ও মংলা শেখের ছেলে বাবু মিয়া
(২৪)।
অপর দিকে উপজেলার শিবেরডাঙ্গি নামক এলাকায় ঢাকাগামী রিফাত পরিবহনে অভিযান চালিয়ে ৬’শ ৫০
পিস ইয়াবাসহ রতনপুর গ্রামের শাহিন মিয়া (২৩) ও মুন্সিগঞ্জ জেলার রিপন ব্যাপারী নামের ২মাদক
ব্যবসায়ীকে আটক করা হয়। রৌমারী থানার এসআই জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে গত মঙ্গলবার রাত
সাড়ে ৯টার দিকে ওই গাড়িতে তল্লাসী চালিয়ে তাদেরকে আটক হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,
গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই তুহিন মিয়ার
নেতৃত্বে একদল পুলিশ সদস্য কাজাইকাটা গ্রামে ইয়াবা মহাজন শাহ আলমের বাড়িতে অভিযান
পরিচালনা করেন। এসময় চোরাকারবারীরা ইয়াবার স্যাম্পল দেখার জন্য ওই বাড়ীতে জড়ো হয়। ঘটনাস্থল থেকে
৭ ইয়াবা কারবারীসহ ওই গ্রামের আলজেস আলীর ছেলে শাহআলমকে ৮শ’ পিচ ইয়াবাসহ হাতেনাতে
আটক করা হয় এবং রিফাত পরিবহনে তলাসী চালিয়ে ৬’শ ৫০পিচ ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক করা
হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে
কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।