জুন ১০, ২০২৩ ১২:৫৭ সকাল



রৌমারীতে ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন

এস,এম,এম মোমেন, রৌমারী (কুড়িগ্রাম)ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রৌমারী ন্যাশনাল ব্যাংকে কেক কেটে পালিত হয়েছে মুজিব বর্ষ। ১৮ মার্চ (বুধবার) ১০ টায় ন্যাশনাল ব্যাংকে এ কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ , ন্যাশনাল ব্যাংকের ব্যাবস্থাপক মোা: জালাল উদ্দীন, আব্দুল কাদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রৌমারী, বণিক সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা, ছামিউল ইসলাম জীবন অধ্যক্ষ রৌমারী সরকারি ডিগ্রী কলেজ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ছামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা অাজিজুর রহমান,
বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, শহিদুল ইসলাম ম্যানেজার গ্রামীণ ব্যাংক রৌমারী, মোন্তাছের বিল্লাহ ওসি (তদন্ত) রৌমারী, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, কদম আলী বিশিষ্ট ব্যবসায়ী রৌমারী, ন্যাশনাল ব্যাংক ভবণ মালিক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃরেজাউল করিম সেলিম, ফজলুল হক ফুলু সাধারণ সম্পাদক বণিক সমিতি রৌমারী, রৌমারী লাইফ লাইন সমাজ কল্যাণ সংস্হার সভাপতি অাক্তার অাহসান বাবুসহ অনেকেই।

আরো যারা ছিলেন, ন্যাশনাল ব্যাংকের মো: সাহাবুল ইসলাম এফ,ই.ও, মাহমুদ হাসান ই.ও,মোকাদ্দেস হোসেন এফ.ই, তানভির আহমেদ আশরাফুল ইসলাম, তারিকুল ইসলাম জুনিয়র অফিসার, ও হাবিল উদ্দিন, হাবিব মিয়া, রনি ইসলাম, দেওয়ান সাইদুল হক, আজগার আলী, মোস্তাফিজার রহমান প্রমূখ।

সকাল ৯ টায় ন্যাশনাল ব্যাংক এর সকল কর্মকর্তা, কর্মচারী মিলে ঢাকা মহাসড়কে ১০ মিনিট দারিয়ে থেকে হাত পাখা উড়িয়ে জাতির জনকের প্রতি সম্মান প্রর্দশন করা হয়।

এসএম



Comments are closed.

      আরও নিউজ