শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

রৌমারীতে নিহত এনামুলের পরিবারকে আর্থিক সহায়তা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃকুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ অটোবাইক কল্যাণ সোসাইটি রৌমারী উপজেলা শাখার পক্ষ থেকে নিহত এনামুলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ইছাকুড়ি গ্রামের নিহতর বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে ১৮ হাজার টাকার আর্থিক সহায়তা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অটোবাইক কল্যাণ সোসাইটির রৌমারী উপজেলা শাখার সভাপতি নুরুল আজম বাবু, কার্যকরী পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক ইসা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,সহ সাধারণ সম্পাদক দোহা,কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম, সড়ক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক রোকন মিয়াসহ আরও অনেকে। সংগঠনটির পক্ষ থেকে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। প্রসঙ্গ, পরিবারের দাবি গত ৩০ জানুয়ারী মঙ্গলবার রাজিবপুর উপজেলার স্লইজ গেট এলাকায় নিহত এনামুল হক (৪০) তাকে হত্যা করে তার অটোবাইক ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত রৌমারী উপজেলার পূর্ব ইছাকুড়ি গ্রামের মৃত মেছের আলীর পুত্র।

সম্পর্কিত