এস,এম,এ মোমেন, রৌমারী (কুড়িগ্রাম)ঃকুড়িগ্রামের রৌমারীতে রহমান এন্ড সন্স পরিবারের পক্ষ থেকে (৩০) ত্রিশটি পরিবারের একদিনের দায়িত্ব নিয়েছে।প্রচারের জন্যে নয় বরং সামর্থ্যবানদের উৎসাহ ও খেটে খাওয়া মানুষদের ঘরের ভিতর থাকার জন্যে এই ক্ষুদ্র প্রয়াস।
রহমান এন্ড সন্সের কর্ণধার
মাসরুকুর খালিদ রাতুল জানান,
একমাত্র সামাজিক দুরত্বই পারে করোনা প্রতিরোধ করতে কিন্তু দরিদ্র জনগোষ্ঠী ঘর থেকে না বের হতে পারলে মহামারী করোনায় নয় ববং ক্ষুধায় মারা পরবে।খেটে খাওয়া দরিদ্র (৩০) ত্রিশটি পরিবারের জন্যে, চাল,
ডাল,আলু,পিয়াজ,সাবান,ডিটারজেন্ট ও মাস্ক দিয়ে ঘরের ভিতরে থাকার জন্যে উদ্বুদ্ধ করছি।
মহামারী করোনা প্রতিরোধে গরীব-দুঃখীদের ক্ষুধা নিবৃত্ত করতে আমার সামর্থ্য অনুযায়ী আমি এগিয়ে এসেছি আপনিও আসুন।তিনি সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে ও শ্রমজীবী
নিম্ন অায়ের মানুষদের সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানান।