সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রৌমারীতে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা

মাসুদ পারভেজ রুবেল,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে গত ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হন উপজেলা আ‘লীগের সাবেক সিনিয়র সহসভাপতি, সাবেক জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাবেক রৌমারী সদর ইউপি চেয়ারম্যান কাপ পিরিচ প্রতীক নিয়ে শহিদুল ইসলাম শালু, যুবলীগ নেতা সামসুল দোহা ভাইস চেয়ারম্যান মাইক মার্কা ও পূর্ণরায় মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি হাঁস মার্কা নিয়ে নির্বাচিত হয়। নির্বাচন কমিশন ইতি মধ্যে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার ২৩ মে বিকালের দিকে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান দয়কে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা ও অভিন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, সহসভাপতি মাজহারুল ইসলাম, সাধারন সম্পাদক শওকত আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ রুবেলসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

তরুণ প্রজন্মের ভাইস চেয়ারম্যান সামসুল দোহা বলেন, রৌমারীর উন্নয়নের কাজ করাসহ জনগনের সেবা করতে চান। জনগণের রায়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, দ্বায়িত্ব পাওয়ার পর নদী ভাঙ্গা রোধ এবং গ্রামীণ রাস্তাঘাট পাকা করণ ও তরণ প্রজন্মেও জন্য কর্মসংস্থান সৃষ্টি জন্য চেষ্টা করবো।

উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও সদস্যদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি বলেন, আপনাদের ভালোবাসার প্রতিদান-সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা ও সার্বিক সহযোগীতা করবো ইনশাহআল্লাহ।

উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু বলেন, শান্তি পূর্ণ ভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এজন্য উপজেলা প্রশাসন, নির্বাচন কমিশন,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, সকল স্তরের কর্মকর্তা ও উপজেলার সকল ভোটারদের কে ধন্যবাদ।

তিনি আরও বলেন, সকল স্তরের মানুষের পাশে দাঁড়াতে চান, সবাই যেকোনো অভিযোগ বিষয়ে সরাসরি তার কাছে আসার আহ্বান জানান। জানা গেছে, শহিদুল ইসলাম শালু নির্বাচিত হয়ে থেমে থাকেনি, পরদিন থেকেই বিভিন্ন ইউনিয়নে ঘুরে কর্মী সমর্থকদের ও সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যা ও বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন। তিনি গোটা উপজেলা তথা ৬ টি ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হচ্ছেন।

সম্পর্কিত