এস,এম,এ মোমেন,রৌমারী : কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা ব্রহ্মপুত্র নদের সর্বনাশা ভাঙ্গনের ফলে রৌমারী অাজ মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার উপক্রম। এই ভাঙ্গন থেকে রক্ষার জন্য বর্তমান সরকার ৪৭৮ কোটি ২৩ লক্ষ টাকা অনুমোদন দিয়েছে।এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে এবং নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য গৃহিত প্রকল্পের কাজ দ্রুত শুরু করার দাবিতে অাজ ১৬ অক্টোবর সকাল ১১ টায় শাপলাচত্বর /ভোলামোড়ে থেকে গণপদযাত্রা শুরু হয়ে রৌমারী উপজেলা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উক্ত গণপদযাত্রা শেষে সমাবেশে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন-গণকমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল অালম,গণকমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অাজিজার রহমান,সিএসডিকে”র পরিচালক ও নদীভাঙ্গন প্রতিরোধ অান্দোলন কমিটির সাধারন সম্পাদক অাবু হানিফ মাষ্টার,রৌমারী মহিলা ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক অাব্দুস ছামাদ খাঁন,
অা:হাই,গণকমিটির সাধারন সম্পাদক এস,এম,এ মোমেন,নাট্যঅভিনেতা ও দর্পন নাট্য দলের পরিচালক
জুয়েল চৌধুরীসহ প্রমুখ। এ সময় অারও উপস্হিত ছিলেন
বীর মুক্তিযোদ্ধা জয়নাল অাবেদীন, খন্দকার রন্জু, বাতেন মন্ডল,এস,এম,এ মতিন,সাবেক ইউপি মেম্বার পরেশ সাহা,কাজিউল মাষ্টার, রোকুনুজ্জামান রিপন, অাতিকুর রহমান সুমন,তাহেরুল ইসলাম,মোকছেদুল মমিনসহ অনেকে।
বক্তারা,মহান মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল রৌমারীকে নদীভাঙ্গনের করাল গ্রাস থেকে
রক্ষার জন্য গৃহিত প্রকল্প দ্রুত কাজ শুরু করাসহ দীর্ঘমেয়াদী টেকসই করার জন্য,রৌমারীর সাহেবের অালগা-যাত্রাপুর থেকে রাজিবপুরের মোহনগন্জ পর্যন্ত বাঁধ নির্মাণের দাবি জানিয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় পানি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রীর নিকট গণপদযাত্রা শেষে স্বারকলিপি প্রদান করেন।