এস,এম,এ মোমেন,রৌমারী, (কুড়িগ্রাম) প্রতিনিধি : “সত্য-মিথ্যা যাচাই অাগে-ইন্টারনেটে শেয়ার পরে “এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার রৌমারীতে উপজেলা প্রশাসনের অাযোজনে,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ পালিত হয়েছে। অাজ ১২ ডিসেম্বর রোজ বৃহঃপতিবার বর্ণাঢ্য র্যালি রৌমারী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে রৌমারী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালি পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।বর্ণাঢ্য র্যালি শেষে রৌমারী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালি, সেমিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মো: অাল ইমরান।অালোচনায় অংশগ্রহন করেন-
উপজেলা নির্বাহী অফিসার মো:অাল ইমরান, সহকারী প্রোগ্রামার জেইসন জামান শাওন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মো:অাহসানুল হাবিব,সাংবাদিক মতিয়ার রহমান চিশতি,
রৌমারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক অাব্দুস ছামাদ খাঁন,রৌমারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক অান্জুমান অারা,প্রথম বর্ষের ছাত্র মো:হাবিবুল বাশার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-একাডেমিক সুপার ভাইজার মো:মোক্তার হোসেন।
উল্লেখ্য যে,ডিজিটাল বাংলাদেশ দিবস বাংলাদেশে পালিত একটি দিবস। এটির পূর্ব নাম আইসিটি দিবস বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। ২৭ নভেম্বর ২০১৭ তারিখে বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়। ২৬ নভেম্বর ২০১৮ তারিখে আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ দিবস হিসাবে ১২ডিসেম্বর সারাদেশে উদযাপন করা হয়।বর্ণাঢ্য র্যালি,সেমিনারে রৌমারী সরকারি কলেজ,রৌমারী মহিলা কলেজের ছাত্রছাত্রী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুশীল সমাজ,এনজিও প্রতিনিধি,গণকমিটির নেতৃবৃন্দ,
প্রিন্ট ও ইলেক্টটনিক্স মিডিয়ার সাংবাদিকগণ অংশ গ্রহন করেন।