এস,এম,এ মোমেন, রৌমারী,(কুড়িগ্রাম)ঃ”ভোটার হয়ে ভোট দেব,দেশ গড়ায় অংশ নেব”,এই পতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে অাজ ২মার্চ জাতীয় ভোটার দিবসটি
র্যালি, অালোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে।অালোচনা সভায়৷ প্রধান অতিথি রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ অাব্দুল্লাহ্, সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার অাল ইমরান।বক্তব্য রাখেন-উপজেলা নির্বাচন অফিসার মোঃরফিকুল ইসলাম,সাংবাদিক এস,এম,এ মোমেন,খাদ্য কর্মকর্তা এসকে অাব্দুল্লাহ।
অালোচনায় প্রধান অতিথি বলেন, পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে বিশেষ করে সার্কভুক্ত দেশ এবং ফেমবোসার প্রতিনিধিত্বকারী দেশ হিসেবে জাতীয়ভাবে ভোটার দিবসটি গণসচেতনতা ও প্রচারণামূলক হওয়ায় সাধারণ জনগণসহ তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে গুরুত্ব দিয়ে দিবসটি পালন করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃনজরুল ইসলাম,সহকারী শিক্ষা কর্মকর্তা
মোঃনাজমুল ইসলাম, নির্বাচন
কর্মকর্তা-মোহাম্মদ অালী,
মোস্তাফিজুর রহমান,শহিদুল ইসলামসহ পমুখ। র্যালিটি
উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।