শাহ মোঃ আঃ মোমেন, রৌমারী (কুড়িগ্রাম)ঃ বৈশ্বিক দুর্যোগ
করোনা ভাইরাস প্রতিরোধ ও প্রাদুর্ভাভজনিত পরিস্থিতি মোকাবিলার জন্য জনসচেতনতার বিকল্প নেই। জনসচেতনতা সৃষ্টি করার জন্য রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, রৌমারী উপজেলা শাখা লিফলেট বিতরন ও সাবান দিয়ে ঘনঘন হাত ধোয়ার অভ্যাস তৈরি করার জন্য অদ্য বিকালে রৌমারী উপজেলার প্রাণকেন্দ্র শাপলাচত্বরে হাত ধোয়ার জন্য ব্যবস্হা করেছে।
এ কর্মসূচি উদ্বোধন করেন গণকমিটির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অাজিজার রহমান ওঅাজিজুল হক,সাধারণ সম্পাদক এস,এম,এ মোমেন, কার্যকরী সদস্য রোকুনুজ্জামান রিপন।