এম,এ মোমেন, রৌমারী, (কুড়িগ্রাম): করোনা ভাইরাস সম্পর্কে আতঙ্ক নয়, সচেতনতা সৃষ্টির লক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্লিচিং পাউডার দিয়ে স্প্রে, মাস্ক, সাবান, গ্লোভস, ফেস্টুন বিতরণ করেছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় এনজিও সিএসডিকে নিজেস্ব অর্থায়নে উপজেলার ৬টি ইউনিয়নে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে ফেস্টুন বিতরণ। উপজেলা বন্দবেড় ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে ব্লিচিং পাউডার দিয়ে একশত জন সেচ্ছাসেবক মাধ্যমে দশটি গ্রাম, দুইটি হাট-বাজার স্প্রে, এক হাজার মাস্ক, এক হাজার স্যাভলন সাবান, দুইশত হ্যান্ড গ্লোভস বিতরণ করা হয়েছে। সিএসডিকে এনজিও’র নির্বাহী পরিচালক মো:আবু হানিফ বলেন, আমরা সংস্থার নিজস্ব অর্থে স্বল্পপরিসরে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন, করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে সিএসডিকে সংস্থার নিজস্ব উদ্যোগে ভালো কাজ করে যাচ্ছে। উপজেলা সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানকে নিজ উদ্যোগে স্ব স্ব এলাকায় কাজ করার আহবান জানান। এসএম ০১৭১৮২৬২৩২৮.