এস,এম,এ মোমেন,রৌমারী, (কুড়িগ্রাম): ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে রৌমারী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচন শান্তিপুর্ণ ভাবে শেষ হয়েছে। রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে
শনিবার সকাল ৯ টার দিকে রৌমারী উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।
৫টি পদে প্রার্থীদের নাম ও প্রাপ্ত ভোট সংখ্যা ,সভাপতি পদে
মতিয়ার রহমান (বালতি),- ২৫৯ জহুরুল হক (কুর্নি মার্কা)-২৩১,
সহসভাপতি পদে সহিবর রহমান (টিওবয়েল)-২৮১,নুরুজামান নুরু (বেলচা)-২০৫,সম্পাদক পদে সাহাজামাল (হাতুরী)-২৮৪,মনছের গাজি (ফিতা টেপ)-২০৩,সাংগঠনিক সম্পাদক করিম শহীদ (চাকা)-২৬১,খাইরুজামাল (মিকছারমেশিন)-২২৪,কোষাধ্যক্ষ বকুল (হেমার)-৩০৬,মিলন (বাইশ)-১৮৪।
রৌমারী উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন নির্বাহীপরিষদের নির্বাচন পরিচালনা কমিটির অাহ্বায়ক রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ,সদস্য-রেজাউল ইসলাম সেলিম,মোস্তাফিজুর রহমান রন্জু,জাইদুল ইসলাম মিনু,অাফজাল হোসেন বিল্পব, ফজলু হক,নুরুল ইসলাম, মশিউর রহমান।মোট ভোটার সংখ্যা ৫০১ টি।দুপুর ১২টা পর্যন্ত
৩১৮টি ভোট কাষ্ট হয়েছে।
নির্বাচনে জয়লাভ করে বালতি মার্কায় মতিয়ার রহমান প্রাপ্ত ভোট-২৫৯তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল হক ২৩০ ভোট পেয়েছেন।সাধারন সম্পাদক পদে সাহাজামাল জয়ী হয়।
ভোট গ্রহন করে প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন-সহকারী শিক্ষা অফিসার নাজমুল করিম,সহকারী প্রিজাইডিং কর্মকর্তা অাহসান হাবিব ও শাহাবুদ্দিন ।শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যথেষ্ট পরিমান অাইন শৃংখলা বাহিনী মজুদ ছিল।
উল্লেখ্যযে, নির্মাণ শ্রমিকদের স্বার্থরক্ষায় রৌমারী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ১/১১/১৯৯৯ সালে প্রতিষ্ঠিত
হয়,রেজিষ্টাট নং রাজশাহী ২৮২৫।মোট ভোট সংখ্যা-৫০১টি,ভোট পড়ে ৪৮৯টি।
এসএম
০১৭১৮২৬২৩২৮.