এস,এম,এ মোমেন,রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রেসক্লাব এর ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৮ মার্চ (রবিবার) সকাল ৯টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোস্তাফিজুর রহমান তারা ও সাধারন সম্পাদক আকতারুজ্জামান। পরে একটি বর্ণাঢ্য র্যালি রৌমারী বাজারের প্রধান প্রধান,সড়ক প্রদক্ষিণ করে। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, সহকারি পুলিশ সুপার মাহফুজুর রহমান ( রৌমারী সার্কেল), সহকারি পরিচালক (এডি) এনএসআই মহসিনুজ্জামান, এনএসআই অফিসার শফিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার ও বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, এটি
সৃজন সাইজিং মিলস প্রা: লিমিটেড এর ম্যানেজার সোহরাব হোসেন, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সরকার নুরুল ইসলাম ও রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম, যাদুরচর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, রৌমারী থানার এসআই আব্দুল মতিন প্রমূখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম সাজু, আলতাফ মিয়া, মাজহারুল ইসলাম, শফিকুল ইসলাম, মুরাদুল ইসলাম মুরাদ, রফিকুল ইসলাম, শাহাদত হোসেন, সাইফুল ইসলাম, সাখওয়াত হোসেন সাখা, মাসুদ পারভেজ রুবেল, মিন্টু মিয়া, সুখ বাদশা, লিমন, আবু হানিফ, রেজাউল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিস্ময় যুবক,প্রখর স্মৃতিশক্তির অধিকারী,দৃষ্টি প্রতিবন্ধী মিজানুর রহমানের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এছাড়াও গঠনমুলক লেখা ও সংবাদপত্রে অগ্রগনি ভুমিকা রাখায় প্রেসক্লাবের সকল সাংবাদিকদের মাঝে পুরস্কার দেওয়া হয়েছে।
এসএম