এস,এম,এ মোমেন,রৌমারী প্রতিনিধি : ০৬/১০/১৯ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় স্কুল,কলেজে অধ্যায়রত ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত “ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব” এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণিল অায়োজনের মধ্যদিয়ে অদ্য
উদযাপন করা হয়। অনুষ্ঠান সুচীর মধ্যে বণাঢ়্য অানন্দ শোভাযাত্রা,বিষয়ভিত্তিক ইংরেজিতে অালোচনা,প্রতিযোগীতা,কেককাটা,সনদপত্র ও পুরুস্কার বিতরন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ অাব্দুল্লাহ্, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা স্মুতি,রৌমারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক অা:অাউয়াল, রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক
মিজানুর বিএসসি, সংগঠনের সভাপতি ও রৌমারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক
অাব্দুস ছামাদ খাঁন,গণকমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খ:শামসুল অালম, প্রয়াস নাট্য সংঘের সভাপতি কবি মু.অা রাজ্জাক,গণকমিটির সাধারন সম্পাদক ও সাংবাদিক এস,এম,এ মোমেনসহ প্রমুখ।ল্যাংগুয়েজ ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সদস্যদের প্রাণবন্ত অভিনয়ে উইলিয়াম সেক্সপিয়ার রচিত নাটক “কিং লিয়ার” মঞ্চত্ব হয়। যা দর্শকনন্দিত হয়েছে। মুল চরিত্র কিং লিয়ারে অভিনয় করে-অাতিক হাসান,ডুক-মামুন,গনরিল-লুচি,রিগেন-ঋতু,করডলিয়া-অাজাদী,প্রিন্স-নাইম,এলবেনী-রিপনসহ অন্যান্য চরিত্রে পাশ্ব অভিনেতাগণ অভিনয় করে।সংগ্রহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-সংগঠনের সম্পাদক ও রৌমারী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এম,অার ফেরদৌস।