মার্চ ২৫, ২০২৩ ১০:৪৪ বিকাল



রৌমারীতে আ রসি সি’র উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান

 

শাহ মোঃআঃ মোমেন, রৌমারী (কুড়িগ্রাম)ঃ কুড়িগ্রামের রৌমারীতে রোটারী ক্লাব অব ঢাকার সহযোগীতায়, ৫৬০ জন কর্মহীন ও অসচ্ছল মানু‌ষের ঘ‌রে ঘ‌রে প্র‌য়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁ‌ছে দিয়েছে রোটারী ক‌মিউ‌নি‌টি কর্পস অব রৌমারীর সকল সদস্য ।
সু‌বিধা‌ভু‌গি‌দের ম‌ধ্যে ওকড়াকান্দা,
‌বোয়ালমারী,‌চৎলাকান্দা,শৌলমারী,রৌমারী,‌ভিটাবাড়ী,নটানপাড়া,মন্ডলপাড়া,জিগ্নীকান্দ‌ি,চরবন্দ‌বেড়,‌মির্জাপাড়া,চর বাম‌নের চর,ফুলবাড়ী, ক‌লেজপাড়া,খাঁপাড়া, ইছাকু‌ড়ি,রৌমারী বাজার ফলুয়ারচর সহ অন্যান্য গ্রা‌মের ভেনচালক‌দের তা‌লিকায় বেশী নজর রাখা হ‌য়ে‌ছে । মুলত রোটারী ক্লাব থে‌কে ই‌তিপু‌র্বে যা‌দের‌কে বিনা লা‌ভে ঋন দেওয়া হয়েছে তা‌দের প্র‌ত্যেক‌কে (২০০জন) দেয়ার পর বা‌কিটা অবস্থা বু‌ঝে দেয়া হ‌য়েছে। দ্রব্য সামগ্রীর মধ্যে ছিল
৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, তেল, লবণ, সাবান সহ প্রয়োজনীয় সামগ্রী।

জরুরী খাদ্য সহায়তা প্রদান প্রসঙ্গে রোটারী কমিউনিটি কর্পস অব রৌমারী এর সেক্রেটারী রফিকুল অালম শাহীন বলেন, অামরা অামাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সদস্যদের মাধ্যমে সঠিক উপকারভোগী বাছাই করে তালিকা করে বাড়ী বাড়ী পৌঁ‌ছে দিয়েছি। সরকারী বিধিনিষেধ এর কারণে একসং‌গে জমা‌য়েত না কর‌তে পারাটা অামা‌দের বিতরন কার্যক্রম‌কে ক‌রে‌ছে কষ্টকর এবং ব্যায়বহুল ।অাগামী‌তে অারও ১০০০ জ‌নের জন্য অামা‌দের এই প্রকল্প বাস্তবায়‌নের প‌রিকল্পনা অা‌ছে। এ ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি স্বেচ্ছাসেবী
সকল সংগঠন ও বিত্তবানদের এই দূর্যোগ মোকাবেলায় এগিয়ে অাসার অনু‌রোধ রা‌খেন ।



Comments are closed.

      আরও নিউজ