জুন ৭, ২০২৩ ২:৪৬ সকাল



রৌমারীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

 

রৌমারীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বালুরগ্রাম এলাকার মরা হলহলিয়া নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানাযায়, পথচারীরা নদীর ধার দিয়ে যেতে কচুরি পানার নিচ থেকে ভেঁসে আসা লাশের র্দুগন্ধপায়। পরে সংশ্লিষ্ট এলাকার গ্রাম পুলিশকে খবর দেয়। গ্রাম পুলিশ নৌকা দিয়ে খুজে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রৌমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এব্যপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। একটি ইউডি মামলা করা হয়েছে।



Comments are closed.

      আরও নিউজ