সরদার মইদুল ইসলাম রামপাল (বাগেরহাট )প্রতিনিধিঃরামপাল থানার ০২ নং উজলকুড় ইউনিয়ন বিট পুলিশের উদ্যেগে ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, গ্রাম পুলিশ সহ বিভিন্ন পেশাজীবীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ ফেব্রুয়ারী ২০২৪) তারিখ বিকাল সাড়ে ৪ ঘটিকার সময়ে রামপাল থানাধীন উজলকুড় ইউনিয়নের চাঁদপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়, রামপাল থানা অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ বলেন যে, সমাজে কেউ বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। এছাড়া মাদক ব্যবসায়ী, জুয়াড়ি সন্ত্রাসী কার্যকলাপ এর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মাধ্যমে সতর্ক করেন। ,এসময়ে রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ময়াজ্জেন হোসেন, ২নং উজালকুড় ইউনিয়ন চেয়ারম্যান মুন্সি বোরহানউদ্দিন জেড , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আক্তারুজ্জামান, কাজী আসাফুজ্জামান বাবুল ,বীর মুক্তিযোদ্ধা মল্লিক খলিলুর রহমান ফয়লাহাট আসিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল শরীফ মহম্মদ আব্দুল কাদির সহ স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। কাজী আসাফুজ্জামান বাবুল সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী দের উদ্দেশ্যে বলেন যদি কেউ অভাবের জন্য এসব কাজে লিপ্ত হয়ে থাকেন তাহলে আমি এবং গ্রামবাসীর সহযোগিতায় তাহাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব।
স্থানীয় সূত্রে জানা যায় এলাকার কিছু সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর লিস্ট করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হয়েছে।