বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

রাবি সায়েন্স ক্লাবের ” Win the Career Race” কর্মশালার আয়োজন

রাবি প্রতিনিধি:

রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে ” Win the Career Race: Workshop on CV Writing, LinkedIn, bdjobs & Personal Branding” শিরোনামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সঠিক নিয়মে  সিভি লেখা, জব  ইন্টারভিউ সিক্রেটসহ সঠিক নিয়মে লিংকড-ইন এবং বিডিজবস এ নিজের প্রোফাইল সাজানো সহ পার্সোনাল ব্যান্ডিং বিষায়ক প্রশিক্ষণ এবং পরামর্শ দেয়া হয়। এছাড়াও প্রোগ্রামে বেস্ট সিভি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নিয়াজ আহমেদ, ফাউন্ডার এন্ড সিইও, কর্পোরেট আস্ক এবং মোঃ আলতামিস নাবিল, জাতীয় ট্রেইনিং কমিশনার, জেসিআই বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ রেজিস্ট্রার প্রফেসর ড. মো. তারিকুল হাসান, ক্লাবের সাবেক সহ-সভাপতি কারিমা খাতুন ও নাজনীন আরা নিশু, বর্তমান সহ-সভাপতি সায়েম আলম ও হাচান হাওলাদার এবং অন্যান্য সদস্যবৃন্দ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে এই কর্মশালায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। কর্মশালাটি দুইটি অংশে বিভক্ত ছিলো। প্রথম অর্ধেক বিকাল ৩:৩০ থেকে শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত চলে। এসময় পার্সোনাল ব্যান্ডিং হ্যাকস এর উপর প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হয় এবং প্রোগ্রামের ২য় অংশ বিকেল ৫:১৫ থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত চলতে থাকে। এসময় সিভি রাইটিং, ইন্টারভিউ সিক্রেট এবং লিংকডইন ও বিডিজবস এ প্রোফাইল সাজনো বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। সর্বশেষ সন্ধা ৬:৩০ এ সমাপনি অনুষ্ঠান এর মধ্যে দিয়ে প্রোগ্রাম শেষ হয়।

উল্লেখ্য, “আমরা বিজ্ঞানে বিশ্বাসী” মূলমন্ত্রে ২০১৫ সাল থেকে নানামুখী প্রশিক্ষণ মূলক এবং বিজ্ঞানমুলক কার্যক্রম পরিচালনা করে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।

সম্পর্কিত